Home » উদ্যোগ,উদ্যোক্তা, ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় উদ্যোক্তা, ব্যবস্থাপক ও ক্ষুদ্র ব্যবসায়ী

উদ্যোগ,উদ্যোক্তা, ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় উদ্যোক্তা, ব্যবস্থাপক ও ক্ষুদ্র ব্যবসায়ী

by Masudmac
0 comment

 আজ যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি আপনারা শিরোনাম দেখে ইতিমধ্যে হয়তো আন্দাজ করতে পেরেছেন| শিক্ষা জীবনের প্রায় অনেকটা সময় ব্যবসায় শিক্ষা বিষয় নিয়ে, সেশনজট সহ ধরলে এক যুগের উপর আর শিক্ষাবর্ষ গণনা করলে  নয় বছর ব্যবসায় শিক্ষা বিষয় নিয়ে অধ্যায়ন করেছি| আর এর সুবাদে ব্যবসা নিয়ে হালকা পাতলা* ধারণা রাখি আর  সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি| তবে আমি স্বপ্নে না কাজে বিশ্বাসী| যদিও বা কিছুটা অলস প্রকৃতির মানুষ আমি| আর আমি এই বিষয়টা নিয়ে মোটেও গর্বিত নই| অলসতা কাটানোর চেষ্টা করি কিন্তু সব সময় তো আর সফল হওয়া যায় না | অলস কিন্তু সৃষ্টিকর্তা মোটামুটি বুদ্ধি দিয়েছেন| আর এই বুদ্ধির জোরেই হয়তো সময় শেষ হওয়ার আগে যথেষ্ট আরাম-আয়েশ ও হেলাফেলা করার পরও নির্দিষ্ট কোনো কাজ আমি সমাপ্ত করতে  সক্ষম হই| হাহাহা…. |কোন এক সময় কোন এক সোশ্যাল মিডিয়ায় একবার দেখেছিলাম বিলগেটস নাকি তার কোম্পানিতে একজন পরিশ্রমী ব্যক্তির চেয়ে অলস ব্যক্তিকে নিয়োগে অগ্রধিকার দিবেন| আমি তার সাইকোলজি টা বুঝতে পারি| যদিও বা বিল গেটস নিজের মুখে একথা বলেছেন কিনা আমি নিশ্চয়তা দিতে পারছিনা| লুল°°°| যাইহোক আসল কথায় আসি, ব্যবসায় শিক্ষা বিষয়ের অনেক ছাত্র ও সাধারণ মানুষের মধ্যেও উদ্যোগ, উদ্যোক্তা, ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তা, ব্যবস্থাপক ও ক্ষুদ্র ব্যবসায়ী কি ও এদের মধ্যে সম্পর্কই বা কি এ বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা নেই |

দেখি বলুন তো উদ্যোগ কি?

থমকে গেলেন তাই না????! জানার শেষ নেই আবার জানা বিষয় আরেকবার জানলে ক্ষতির কিছু নেই! এভাবেই তো একজন মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে! আচ্ছা আমি এবার আসল কথায় আসি| যদিও বা আমি বেশি কথা বলি না, অফিশিয়ালি প্রথম কোন লেখা প্রকাশ করছি তো এই কারণে হয়তো একটু বেশি উচ্ছ্বাসিত! যদিও এর আগে আমি মোটামুটি লেখালেখি করেছি ইনফর্মালি| ঠিক আছে এবার আসছি আসল কথায়|

উদ্যোগ ও উদ্যোক্তা (Enterprise and Entrepreneur) :

সহজভাবে কোন কিছু করার ইচ্ছা বা আগ্রহ প্রকাশকে উদ্যোগ বলে| বিশদভাবে বলতে গেলে উদ্যোগ হলো মানুষের এমন কতগুলো গুণ বা গুণের সমষ্টি যা তাকে কোন কাজের ফলাফল অনিশ্চিত জেনেও তা করতে উদ্বুদ্ধ করে| আর যিনি উক্ত কাজের ইচ্ছা প্রকাশ করেন বা উদ্যোগ গ্রহণ করেন তিনিই হলেন উদ্যোক্তা|

সুতরাং, আমরা বলতে পারি, উদ্যোগ বলতে সাধারণত কোন কাজ শুরু করাকে বুঝায় আর উক্ত কাজ যিনি শুরু করেন তিনি হলেন উদ্যোক্তা|

ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তা ( Entrepreneurship and Entrepreneur):

ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোগ ও শিল্পদ্যোক্তা শব্দগুলি পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত| শিল্পোদ্যোগ বলতে কোন শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ ও এর পরিচালনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমকে বুঝায় | আরেকটু বিস্তারিত ভাবে বললে, ব্যবসায় বা শিল্পোদ্যোগ হল এমন একটি কার্যক্রম যার মাধ্যমে একটি ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠান গঠনের উদ্যোগ গ্রহণ সহ উক্ত প্রতিষ্ঠান পরিচালনা, নিয়ন্ত্রণ, পণ্য ও সেবা উৎপাদন, বিতরণ করে মুনাফা অর্জন করাকে বুঝানো হয়| তাহলে সহজেই এটা প্রতীয়মান যে ব্যবসায় উদ্যোগ আর্থিক কর্মকান্ডের সাথে জড়িত|

আর যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন কোনো ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠান গঠনের উদ্যোগ গ্রহণ করেন তাকে বা তাদেরকে বলা হয় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা| অর্থাৎ যিনি বা যারা বিপদ আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেন ঝুঁকি নেন, যার বা যাদের মধ্যে এরকম ঝুঁকি নেওয়ার মতো মানসিকতা বিদ্যমান রয়েছে তিনি বা তারাই উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা| ব্যবসায় উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি মুনাফা বা কোন অর্থনৈতিক সুবিধা প্রাপ্তির আশায় নতুন কোনো পণ্য বা ধ্যান-ধারণার উদ্ভাবনপূর্বক শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন, উৎপাদনের উপকরণ সমূহের মাঝে সমন্বয় সাধন ও প্রতিষ্ঠান পরিচালনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটিকে সাফল্যের চূড়ায় পৌঁছানোর প্রয়াস চালান|

শিল্পোদ্যোগ বা ব্যবসায় উদ্যোগ, শিল্পোদ্যোক্তা বা ব্যবসায় উদ্যোক্তা বিষয়গুলি ব্যাপক ও বিস্তৃত| পরবর্তীতে কোন এক পোস্টে বিস্তারিত আলোচনা করব|

 ব্যবসায় উদ্যোক্তা, ব্যবস্থাপক ও ক্ষুদ্র ব্যবসায়ী ( Entrepreneur, Manager, Small Businessman) :

ব্যবসায় উদ্যোক্তদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় ব্যবসায় উদ্যোক্তারা একাধারে উদ্ভাবক, পুঁজি বিনিয়োগকারী, প্রতিষ্ঠানের সংগঠক, ব্যবসায় পরিচালনাকারী ব্যবস্থাপক এবং সর্বোপরি সফলতার সুবিধাভোগী ও ব্যর্থতার ঝুঁকি বহনকারী|

পক্ষান্তরে, ব্যবস্থাপক হলেন ওই ব্যক্তি যিনি ব্যবস্থাপকীয় দক্ষতা প্রয়োগ করে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করেন| ব্যবস্থাপক মালিক, উদ্যোক্তা বা  ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকেন| সাধারণত ব্যবস্থাপক প্রতিষ্ঠানের একজন বেতনভুক্ত নিবার্হী কর্মকর্তা|

আর, ক্ষুদ্র মূলধন নিয়ে মুনাফা অর্জনের লক্ষ্যে যে অন্যের উৎপাদিত পণ্য বিক্রি করে যার মধ্যে প্রবৃদ্ধি অর্জনের চাহিদা বা নতুন ধারণা ও নতুন মূল্য সংযোজনের প্রচেষ্টা নেই তাকে ক্ষুদ্র ব্যবসায়ী বলে|

সুতরাং আমরা বলতে পারি ব্যবস্থাপক অন্যের নির্দেশ অনুসারে কাজ সম্পাদন করে এবং ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যক্তি স্বার্থে মুনাফা উপার্জনের জন্য উদ্যোক্তার সৃষ্ট পণ্য বা সেবা কেনাবেচা করে|

You may also like

Leave a Comment

356654014_152339861190797_8802318946521239422_n

Edtior's Picks

Latest Articles

© 2024 Copyright : Learndaily.xyz || Do not seek knowledge unless you intend to act upon it!

error: Copy forbidden! Please Do not try again. Thank you.
DMCA.com Protection Status